সে এখন শুধু নাই হয়ে যায়,
হারিয়ে যায়,
জলের শরীর কি চাইলেই রৌদ্রস্নান করতে পারে?


রোদে পুড়ে কখন যে সে নিঃশ হয়ে গেছে,
হারিয়েছে স্পর্শ অনুভূতি!
সে সংবাদ তো পৌছে দেয় নি!
বোবা জোনাকির দল!


তাই তো, এতো অভিযোগের ঢালা সাজিয়ে,
করছো মেঘের আহবান!
একদিন মেঘের কাছে উত্তর খুঁজে দেখো,
বৃষ্টি হয়ে ঝরে পরবে কান্নার জল হয়ে।


সেদিন যেনো নিজেকে সামলে নিও!