ঐ নীল পাঞ্জাবি টার কথা মনে আছে তোমার?
পকেট ছেড়া পাঞ্জাবি।
যেদিন জানতে পারলে পাঞ্জাবিটার পকেট নেই,
তোমার সে কি হাসাহাসি
মনে হচ্ছিল হাসির সাগরে প্রচন্ড ঝড় উঠেছে।
আর তীরে দাঁড়িয়ে থেকে উপভোগ করা,
একমাত্র দর্শক আমি।


কিন্তু এটাতো ঠিক যে,
নীল আমাকে,
বাসন্তি তোমার সাথে বেশ লাগত।


পকেটের গল্পের চেয়ে,
আমি নীল-বাসন্তির গল্পকে বেশি ভালোবাসতাম।
তাই তো ছেড়া পকেটকে উপেক্ষা করে,
নীল বাসন্তিকে ভালোবাসা।


ঐ তো দেখা যাচ্ছে পাঞ্জাবিটা।
কিন্তু এখন আর নীল বর্নে নেই,
কেমন জানি কালচে হয়ে গেছে।


বাসন্তি তোমার সাথে
কালচে আমাকে কখনওই  মানায়নি।
তাইতো তুমি, বাসন্তি তোমাকে,
খুজে নিয়েছ নতুন কোন নীলের মাঝে।


কেউ একজন জিজ্ঞাসা করেছিল,
আচ্ছা, বিজ্ঞানমতে তো নীল রোদে পোড়লে
আকাশি বর্ণের হয়ে যায়,
আপনার পাঞ্জাবি কালো হলো কি করে!!!
আমি নিরুত্তর ছিলাম।


আচ্ছা, মিথ্যার আগুনে পোড়লেও কি,
নীল আকাশি হয়?
মিথ্যার আগুনের উষ্ণতা কি রোদের চেয়ে কম??
বিজ্ঞান কি দিতে পারবে সে উত্তর?


বেলাশেষে শুধু এই টুকুন ই চাওয়া,
ভালো থাকুক নীল বাসন্তী।
বেচে থাকুক নীলের ভালোবাসা
বাসন্তীর মাঝে।
প্রতিটা বৈশাখে।