তোমাকে ভাবলেই আমি
উড়তে পারি,কাটতে পারি সাতার।
তোমাকে ভেবেই সাতার কেটে,
যাব এবার কাতার।
কাতার যেয়ে করব চাকুরি,
জমাব অনেক টাকা।
গোলটা কিন্তু দিবই আমি,
পেলে  মাঠ ফাকা।
তুমি প্রিয় চিন্তা করনা,
নিও না কোন চাপ।
বলেই দেখ একবার তুমি,
এনে দিব কাতার বিশ্বকাপ।


তুমি বললে সব করব।
চাষ করব লাউ গাছ,
লাউ গাছে হবে লাউ ফুল।
লাউ ফুল থেকে লাউ।
লাউ দিয়ে বানাব একতারা,
গাইব প্রেমের গান,
গানে গানে মন ছুয়ে,
জুড়াব তোমার প্রাণ।


তুমি ওগো বলেই দেখনা,
হাসের পাখায় করব ভর,
পাখায় চড়েই জয় করব,
এভারেস্ট দুসর।
সেখানে করে মেঘেরা খেলা,
চেয়ে  নিব বিন্দু বিন্দু জল।
জলে করব চিংড়ী চাষ,
বেচব সক্কল।
কামাব টাকা, বানাব বাড়ি,
করব সেথায়  বাস।
তোমাকে নিয়ে হবে আমার,
স্বপ্নের আবাস।


তুমি চাইলে চলে যাব
ঐ সুন্দরবন।
সাথে থাকবে দুনালা বন্দুক,নিব মেশিনগান।
মশামাছি সব করব শিকার,
উঠাব রক্তের জলোচ্ছ্বাস।
সেই রক্তে লিখে দিব একটি কবিতা।
নাম থাকবে তোমার আর আমার।


তোমাকে দেখলেই আমি
লিখতে পারি,গাইতে পারি গান।
তুমি বললেই আমি হয়ে যাব
গরিবের এ আর রহমান।
তুমি ওগো শুনেই দেখো না,
শুন আমার গান।
আমার গানে সুর না পেলেও,
পাবে ভালোবাসার আহবান।