বঙ্গবন্ধু  ৷        


বঙ্গ বন্ধু দেখিনি তোমায়, তবে হৃদয়ে আছো গাঁথা।
যতদিন বাংলা রবে,থাকবে তুমি, হয়ে জাতির পিতা।


তুমি মহান, তুমি শহীদ, তুমি বাংলার প্রাণ
নিষ্টুর ভাবে যারা তোমায়  করেছে হত্যা
তারা জাতীয় বেঈমান।
এরা দেশের দুশমন, বাংলার শুত্রু, দিয়েছে বাংলা মা কে ব্যথা,,
যতদিন বাংলা রবে,থাকবে তুমি, হয়ে জাতির পিতা।


বঙ্গবন্ধু তুমি অমর,তুমিই স্বাধীনতা,
জনতার আইকন,
দিবসে দিবসে বাংলার মাঠিতে বয়ে যায়
হৃদয়ে রক্তক্ষরণ।
এ মাটির বুকে কোন দিন হবে না এমন  ত্যাগি নেতা,
যতদিন বাংলা রবে,থাকবে তুমি, হয়ে জাতির পিতা।


তোমার কালজয়ী সেই ভাষণের ধ্বনি আজও জনতার কানে বাজে,
বাংলার জনতা ঐক্য হয়ে মাঠে নেমেছিল বীরযোদ্ধার সাজে।
ভুলিনি ভুলব না এমন দেশদরদী মহান ব্যক্তির কথা
যতদিন বাংলা রবে,থাকবে তুমি, হয়ে জাতির পিতা।


বঙ্গ বন্ধু দেখিনি তোমায়, তবে হৃদয়ে আছো গাঁথা।
যতদিন বাংলা রবে,থাকবে তুমি, হয়ে জাতির পিতা।


Fb, Sk Anwar &
গীতিকবি শেখ আনোয়ার হুসাইন  
রচনাকাল
12.08.2017.