দয়ার নবীর কলিজায় মারিল তীর ইয়াজীদ দুশমনে,
ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দানে,,


দশই মহররম ৬১ হিজরী
কারবালা মাঠ হল শোকে ভারী
বেহেশত বাসি ক্রন্দন করে, মা ফাতেমার কান্দনে
ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে।।


যত ছিল হুসাইনের অনুসারী
ছোট বড় শিশু আর নারী
একে একে শহীদ হয় ইয়াজিদি রণে,,,
ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে।।


দুধের শিশু হুসাইন ইবনে আলী আসগর
তীরের আঘাতে দেহো হল  জর্জর
নিষ্টুর বর্বরোচিত কান্ড ঘটায় ইয়াজিদ পাষাণে
ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে।।


পানির পিপাসায়  হৃদয় ছাতি ফেটে চৌচির
হোসেন ব্যাথায় কাতর দেখে কাসিমের কাটা শির,
কাটা হস্তে যায় আব্বাস মুখে পানি আনে
ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে।।


বছর শেষে  ফিরে আসে কালো  বেদনার মাস
আমি করি এ প্রার্থনা, ইয়াজিদের হোক সর্বনাশ
জালিম  সীমার ইয়াজিদর বংশধর আজো আছে জমিনে
ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে।।


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
সিলেট।
২২সেপ্টেম্বর ২০১৭.
শুক্রবার।