হয়তো দুর্দিন আর কষ্ট একদিন থাকবে না,
ঝরে যাবে কষ্ট গুলি চৈত্রের শিমুল তুলার মত
এর সাথে অনেক চেনা মানুষ হয়েছে  আরও   চেনা
দুর্দিন দুসময়ের প্রতি অনেকটা
কৃতজ্ঞতা বোধকরি,কারণ,,,,
এ সময়ে অনেক কিছু হয়েছে  জানা শোনা।


আমি মনে করি সবার জীবনে কষ্টের প্রয়োজন আছে,
হোক না কষ্টের অনেক প্রকার ভেদ
লাল, নীল, বেগুনি, এমনকি গভীর কালো
হয়তো অনেক রকম কষ্টের ভেতর
লুকিয়ে আছে এক সুখের আলো,
একমাত্র কষ্টেই খুঁজে দেয় সেই কাঙ্খিত সুখের ঠিকানা।


আপন ভাবা কিছু মানুষের জন্য
সত্যিই খুব আফসোস লাগে
তারা প্রয়োজনের তাগিদে আপন হলেও
কিন্তু অন্যকে আপন করে নেয় না।
হয়তো সেটা তাদের একটা বিশেষ গুণ।
তবে আমার মাঝে সেই গুণ নেই
তাতে আমার কোন কষ্টও হয় না।
এইটুকু বলতে পারি দুঃখ কষ্ট বহন
করার ক্ষমতা মালিক দিয়েছে,
মালিক সবাইকে সেই ক্ষমতা দান করুক, এবং
আমি আরও কষ্ট পেতে চাই।


দুর্দিন,  দুঃখ কষ্টের সাথে আমার বেশ বন্ধুত্ব হয়েছে,
হয়েছেও অনেক অভিজ্ঞতা।
আরও বেশি বুঝার জন্য লাল নীল  বেগুনি হরেকরকম কষ্টের খুব দরকার।
এমনকি মানুষ যখন কষ্টে পড়ে
তখন স্রষ্টাকে  খুব বেশি বেশি স্বরণ করে
দুঃখ কষ্ট জীবনে আসলেই স্রষ্টার সাথে  বন্ধুত্ব
করার হিরিক পড়ে।


আমিও তাই করি
আমার জীবনে আরও দুঃখ কষ্ট আসুক
লাল নীল বেগুনি যত কালারফুল কষ্ট আছে
আমি সব পেতে চাই
আমি আরো মানুষ চিনতে চাই,


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা-সুনামগঞ্জ
০৬.০১.২০২১
৪.২০,এএম।