মাফ কর বিধায় দয়াময় নাম যে তোমার।


ভবের বাজারে হইয়া অন্ধ
বারে বার খাই গন্ধম
পাপির গোনাহ মাফ করো বিধায়
ওগো মালিক সাঁই
দয়াময় নাম যে তোমার।


লোভ লালসায় কাবু করছে আমায়
নিষিদ্ধ হারাম কাজ করছি কত
জেনে না জেনে শয়তানের ধোকায়
বারে বারে ক্ষমা করে প্রমান করো তুমি
রহিম রহমান খালিখু জব্বার
দয়াময় নাম যে তোমার।।


তুমি ত সকল ক্ষমতার মালিক সাঁই
ইচ্ছা শক্তি দিছো আমায়
ভাল মন্ধ যা করি নিজেরেই ইচ্ছায়,,
নেকির চেয়ে গোনাহ বেশি
তুমিও ক্ষমা করে যাচ্ছো অহর্নিশি
যখন হাত তুলে কাঁদি দরবারে তোমার
ওগো মালিক সাঁই
দয়াময় নাম যে তোমার।।


হেদায়েতের মালিক তুমি
ক্ষমা ভিক্ষা চাই আমি
তোমার রহমত থেকে করিও না  বহিষ্কার,,
আমার এই ছোট আরজি
রোজ হাশরে করিও মর্জি
পুলছিরাত করিও পারাপার
ওগো মালিক সাঁই
দয়াময় নাম যে তোমার।।


গীতি কবি শেখ আনোয়ার
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
শুক্রবার
০১.০১.২০২১