আইয়ামে জাহেলিয়ার ইতিহাস পড়বো না
বর্তমান সময়ের ইতিহাস করব রচনা,,
যেতায় লেখা থাকবে বদমাশ কুলঙ্গারের নাম।।


যেখানে দিবালোকে ইজ্জত হারা হচ্ছে মা বোন
মানুষের মত দেখতে পশুদের সংখ্যা হচ্ছে দ্বিগুণ,,
আহা কি আফসোস! একদল তাদের দিচ্ছে দাম
তাই যেতায় লেখা থাকিবে বদমাশ কুলঙ্গাদের নাম।।


দেশের শাসন প্রতিষ্ঠান হারিয়েছে চক্ষু জবান
অগণিত কালো রাতই দিয়ে যাচ্ছে চাক্ষুষ  প্রমাণ
যার ফলে গায়ে পড়ে বেড়াচ্ছে অসংখ্য পশুর চাম
তাই যেতায় লেখা থাকিবে বদমাশ কুলঙ্গারের নাম।।


আমি অসহায়, নিরীহ দুর্বল, বেদনা ভরা বুক
আমার ইজ্জত নিয়ে  খেলা খেলছে একদল লোক
হাজার রজনীর অভিশাপ, ঘৃণা,  তদের দিলাম
তাই যেতায় লেখা থাকিবে বদমাশ কুলঙ্গারের নাম।।


তদের ভাঙ্গন, লানত, ধ্বংস, নেমে আসবে অচিরে
খোদার বিচার দুনিয়ার মাঝেই হয় ধীরে ধীরে
তদের হাতে পায়ে কুমরে লাগাবে ভেরি,মুখে লাগাম
তাই যেতায় লেখা থাকিবে বদমাশ কুলঙ্গারের নাম।।


৫.১০.২০২০
সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।