নিস্তব্ধ মধ্যরাতে সমস্ত ভীতিকে উপেক্ষা করে,
লৌহ শিকলের ন্যায় মোর হাত আটকে রেখে,
তুমি যাবে বিস্তীর্ণ পৃথিবীর যেথায় মন চায়?
চারিদিক কুয়াশাবৃত, ঘাস ঢাকা আছে শিশিরকণায় ।
তেমনি পারবে তোমার চাদরে আমাকে ঢেকে রাখতে?
জনমানবহীন প্রান্তরে থাকব শুধু তুমি আর আমি ।
কখনো ভীত হয়ে স্থান নিবে মোর হৃদয় নীড়ে ।
পারবে সেই স্পর্ধাটুকু বুকে সঞ্চারিত করতে?
মুগ্ধ থাকব তোমার গানে, ব্যাকুলতা থাকবে প্রাণে ।
বুনোফুলে তুমি সাজবে, ওপরেতে চাঁদ হাসবে;
চাদের আলোকে তোমার রুপ আলোকিত হবে ।
নিকট থেকে বিমুগ্ধ দৃষ্টিতে তা দেখব ।
তুমি কি যাবে? নাকি কনকনে শীতে দুয়ার খুলে,
তোমার অপেক্ষায় রত এক কিশোরকে দৃষ্টিতে রেখে,
আবার খোলা দুয়ারখানা বন্ধ করে-
চলে যাবে স্বপ্নপুরীর দেশে।