বাগানের ভ্রমরের কাছে ছিল ভাই,
                     কোন এক মধুর আকুতি।
মনের বাগানের সুন্দর ফুলগুলি ফিরিয়ে দিও ভ্রমর,
                   এই ছিল মোর জীবনের মিনতি।
রং দিয়ে সাজানো সেই পৃথিবীর,
                   রঙ্গিন মানুষটি,
বাগানের সব ফুল কেঁড়ে নিল,
                    বাড়িয়ে দিল ভ্রমরের কাঁন্নাকাটি।
মনের গভীরে সাজানো বাগানে বসবাস,
                    সেই মধুর মানুষটির।
অপরূপ মায়া-জালে ভরা,
                    এইটা কোন রূপসী মানব মুখের ভোমরা।
হঠাৎ তাকিয়ে দেখি রাত জাগা,
                     সেই অপরূপ চাঁদের হাসিটা।
আমার রবের সৃষ্টির সেরা,
                   সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী,
হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
                    উনার নিকটে হার মানে,
আল্লাহর বিস্ময়কর সৃষ্টি,
                  প্রাকৃতিক সেই চাঁদের আলোকিত বাঁতিটা।


-হঠাৎ মন্তব্য করে লেখা, বানানে কোন ভুল ত্রুটি থাকতে পারে,,,