ছাই হয়ে ঝরছে ব্যথা,
ধূম হয়ে উড়ছে কথা,
কথা জালে আটকে কাঁদে ...
অনুভূতিহীন কবিতা।


ইমো ভারে দমিত স্নেহ,
অভিমতে ন্যুব্জ দেহ,
অবিশ্রুত যোগের করে ...
অংশিত মনন গেহ।


ধুল হয়ে জমে সংবাদ,
দাগ হয়ে বাঁচে অপবাদ,
অনুসারী যজ্ঞে মাতাল ...
সীমাহীন আত্মপ্রসাদ।


ভুল পুষে রহিত স্মৃতি,
ভ্রম শুষে আবিল ধৃতি,
ভাবনার ফুরসত নেই ...
প্রচারেই ভাবের নতি।


বেগ তোড়ে স্পর্শ নিলীন,
কূট ছলে বোধ রঙহীন,
দ্রুত মুছে মেটে প্রেমালাপ ...
নবরসে কাটে প্রতিদিন।


এভাবেই বেলেখেলা সুখ,
ক্ষণে ক্ষণে রাখে উন্মুখ,
লাল নীল হলুদ ইমোতে ...
সাথে থাকে প্রিয় ফেসবুক।