স্বপ্ন যদি তোমার দেহে
ভোরের শিশির মাখে স্নেহে,
নিদ্রা ওমের আদর ভুলে
শুকনো সুখের চাদর তুলে
ঘুম ঢেকো না প্রাতে,


শিশির সুধার সিক্ত ছোঁয়ায়
সুপ্তি তোমার খুঁজবে আমায়,
ঘুম হৃদয়ের স্পন্দনে তাই
স্বপ্নে আমি রোজ আসি যাই
মনের বারান্দাতে।


এমন ভোরে আমার বুকে
মুখটা গুঁজে থাকতে সুখে,
চোখের পাতায় তন্দ্রা বিলাস
মনের খাতায় আঁকতো আকাশ
স্বচ্ছ নীহার প্রীতি,


পরিণয়ের রতি শয়ন
দেয়নি তোমায় সেই প্রসাদন
পলকা ঘুমে আলগোছে চোখ
তাই তো করে স্বপ্ন পরখ
গুম বাসনার স্মৃতি।


নিঃস্ব নিশির অন্ধ যে ঘুম
স্মরণ আমার সেথায় নিঝুম
স্বপ্ন তোমার প্রত্যুষ রাগ
প্রেম আমাদের তখন সজাগ
হিম মমতার বরে,


জীবনভরের অপূর্ণতা
বিহান সুধায় হয় চারুতা
স্বপ্নে তোমার হয় প্রিয় ঠাঁই
রোজ প্রভাতে হয় তো বা তাই
আমাকেই মনে পড়ে।