তুমিই আমার আপন ছিলে
কিন্তু যখন কষ্ট দিলে ...
কষ্টগুলো হলো আপন
পর হলো না তোমার মতন।


কষ্ট আপন হয়ে আমায়
রোজ স্বকীয় দর্পে ভরায়,
ক্ষোভের ভারে দুর্বহ মন
নিজকে খুঁজি তাই সারাক্ষণ।


আত্মখোঁজের প্রদীপ জ্বেলে
চাই উপশম কষ্ট ভুলে,
ফের শুরু হয় তোমার সাধন
আপন ফেলে পরের এষণ।


তুমিই আমার সাধন ছিলে
হঠাত যখন দুঃখ দিলে ...
সাধন হলো দুঃখগাঁথা
ভুললো হৃদয় তোমার কথা।


দুঃখ সাধন হয়ে মনে
স্মৃতির নীরব কহন শোনে,
সেই কহনের সবটা জুড়ে
সুখ-স্মরণের পায়রা উড়ে।


সুখটা ছিলো তোমারই দেয়া
দুখ সাধন আজ তাই বকেয়া,
ফের শুরু হয় কাব্য তোমার
সাধন ভোলায় ভাবনা জোয়ার।


তুমিই ছিলে ভাবনা মনন
কিন্তু দিলে আঘাত যখন ...
চুর হলো সব ভাবনা যতো
বাঁধলো জমাট বিষাদ ক্ষত।


ক্ষতের ব্যথা মনের ভেতর
নিত্য বিছায় স্বপ্ন চাদর,
স্বপ্ন দেখি কখন কবে
পরিত্রাণের সিদ্ধি হবে।


সেই লাঘবেও তোমায় খুঁজি
একার সাথেই একলা যুঝি,
ফের শুরু হয় দ্বিভাব পীড়া
তোমার কাছেই ফেরার তাড়া।


তোমার রেখাই সীমা ছিলো
কিন্তু তুমিই বাসলে ভালো ...
মনটা এখন মুক্ত বরে
বৃত্তে খেয়াল চক্রে ঘুরে।