আমার হাতে থাকতো যদি
সময় ঘোড়ার রশি,


তোমার সাথে প্রথম দেখার
সন্ধিক্ষণের সরল রেখার
দ্বিভাব দ্বিধা করে বিলীন
পত্র লিখে দিন প্রতিদিন
নীল কাগজের প্রেমে মজে
খুব মাখাতাম মসি।


আমার হাতে বইতো যদি
সময় নদীর ঢেউ,


একটু তোমার পাশে শুয়ে
শব পললের নোংরা ধুয়ে
তোমার সোহাগ স্রোতে মিশে
জীবন জ্বালা জলে পিষে
মনের কথা বলতাম, আর
জানতো না তো কেউ।


আমার হাতে বাঁধতো যদি
সময় ঘুড়ির সূতো,


তোমার রঙে আকাশ এঁকে
দুপুরবেলার জোছনা দেখে
ভাসিয়ে দিতাম ভাবনা শত
উড়াল দেয়ার স্বপ্ন যতো
একলা আমার এখন, তখন
ঠিক আমাদের হতো।


আমার হাতে ঘুরতো যদি
সময় রথের চাকা,


চাকার গায়ে ছন্দ মেখে
নরম স্বরে আরজি রেখে
দিন বদলের ঘুষটা দিয়ে
তোমার অতীত দুঃখ নিয়ে
মন পাবনেই চলতো আমার
জীবনচিত্র আঁকা।