জলে ভাসবো, নাকি ডুববো
সে তো তোমার ভাবনা নয়,
আমি সিক্ত, তুমি শুকনো
ভেদে বিমূর্ত বিস্ময়।


জলে ন্যস্ত, নাকি ত্রস্ত
বলো ভেবে আর ... কি হবে,
আমি হারকে করেছি আপন
তুমি শঙ্কিত পরাভবে।


জলে মগ্ন, না নিমগ্ন
কেন ভেবে হও অস্হির,
আমি শান্ত, তুমি ক্ষান্ত
প্রেম গাঢ় ঘৃণা চৌচির।


জলে ঊর্মি, নাকি ঘূর্ণি
সে তো জানবে না তুমি কভু,
আমি ভালোবাসা দুখে জলাধিপ
তুমি তৃপ্তি ডাঙার প্রভু।


জলে দীপ্ত, নাকি রিক্ত
বলো তোমার ... তাতে কি,
আমি জলজ জনমে স্মিত
তুমি পরজীবী চাতকী।


জলে মরবো, নাকি বাঁচবো
তাতে তোমার কি আসে যায়,
আমি খেলুড়ে চপল জুয়াড়ি
তুমি সুমিত প্রমিত ঠায়।