তার কাছে নেই কিছুই লুকোনো
তবু অবিরাম লুকোচুরি খেলা,
সুরসিক দুখে বেরসিক সুখে
নিরবধি চলে অনুরাগ মেলা।


হৃদয়ের নদী টুইটুম্বুর
তবুও যে চায় প্রেম বর্ষণ,
নীতি পরিমিতি ভদ্রতা ভুলে
অবিরাম চলে বেহায়া এষণ।


শরীরের ক্ষুধা রোজ মিটে তবু
দেহ-মননের পিপাসা তরুণ,
তাই চোখে মাখি প্রগলভ প্রেমে
বেগুনি স্বপ্ন কামনা অরুণ।


তার কাছে নেই তাও যে গোপন
তবু সাজি তার ললিত দোসর,
সামাজিক ঢঙে তাই চলমান
মেঘলা আসরে রোদেলা বাসর।


তার আমার মনে কোনো বাতায়নে
এখনও আকাশে স্বচ্ছ বারিদ,
রোজনামচার পাশা খেলা নিয়ে
হাসে একসাথে থাকার তাগিদ।


ছল জলে আজ জীবন সিক্ত
নিয়ত তরল অভিমানী ক্ষণ,
তবু জয়ে নেই চিত্তবৃত্তি
পরাজয় খোঁজে প্রেমী দুটি মন।