খুব অভিমান ... মেঘের মনে
একাই ব্যথার নিনাদ শোনে,
নীরব গুমোট বিবশ বেশে
স্থবির নিথর আকাশ দেশে।


ছাইরঙা এক শাল জড়িয়ে
সাঁঝ লালিমা দেয় লুকিয়ে,
শরত ঝড়ের হাওয়ায় মেতে
চায় না যে আর কোথাও যেতে।


এক বরষার বারিদ বরে
মন থাকেনি মনের ঘরে,
তাও ভেজেনি মন বাদলে
রোজ পুড়েছে সুখ অনলে।


চোখ ভেজা আজ শুকনো দুখে
মন ভরেছে সুখ অসুখে,
খুব দুখি সে তৃপ্ত সেজে
তাই কি মেঘের কান্না খোঁজে ?


মেঘ কাঁদে আজ খুব গোপনে
গগন কাঁপে তার কাঁপনে,
যুগল দুখে এখন ওরা
ভেজায় না এই বসুন্ধরা।


তেমনি আমার বুক জুড়ে আজ
ভীষণ চাপা দুখ কারুকাজ,
মেঘের মতোই সিক্ত আমি
কান্নারা তাও আজ বেনামী।


তুষ্ট মনের নিরূদ ছলে
শ্রাবণ গেলো বিফল জলে,
ভিজলো না মন কান্না ধারায়
এমনি বোধহয় সুখরা হারায়!


সর্বহারা মনটা এখন
শরত ঝড়ের করছে যাচন,
ঝড় প্রলয় আজ নির্বাসনে
খুব অভিমান ... মেঘের মনে।