একটু আগেই মন হারালো,
তোমার পথে পা বাড়ালো,
ঠিক বেঠিকের হিসেব বেঘর ...
কে জানে কী মন্দ ভালো !


এক নদীতেই নামছি দুজন,
এক অতলেই ডুবছি এখন,
মরণ ভয়ে কাঁপছি না কেউ ...
গলছে বুকের জমাট রোদন।


তোমার আমার আব্রু খসে,
নগ্ন চেতন এখন হাসে,
হৃদয় যখন নিরাবরণ ...
মনে কি আর লজ্জা আসে ?


নমন স্খলণ অদৃষ্ট আজ,
করবে না কাজ ভয় দ্বিধা লাজ,
প্রশ্নরা আর করবে না ভিড় ...
ঠুনকো এখন নিয়ম সমাজ।


এখন শুধু তুমি আমি,
তোমার আমি আমার তুমি,
দুজন নিয়েই সমাজ নিয়ম ...
আর কিছু নেই এর চেয়ে দামী।


ক’দিন আগেই ঠিক ছিলো রোজ,
এখন ঠিকের নেই কোনো খোঁজ,
ভুলটা এখন খুব প্রিয়, তাই ...
নতুন ভুলের এতোই গরজ।


জনমভরের ইচ্ছে চেপে,
ঠিক করেছি হিসেব মেপে,
একটু আগেই ভুলের জ্বরে ...
উঠলো মনের শরীর কেঁপে।


একটু আগেই মন বোঝালো,
কী সাদা আর কোনটা কালো,
কোন সুখে দুখ নির্বাসনে ...
কী দুখে সুখ উধাও হলো।