অযুত দৃশ্যরা
চাহনির পটে অল্প অল্প করে অদৃশ্য হবে দিনযাপনে ...
কিন্তু তোমাকে দেখার কখনও শেষ হবে না।


কালিক অপ্রাপ্তিরা
মনমহলের রাজ দরবারে মহাকাল হবে আজন্ম অর্পণে ...
অথচ কখনও শেষ হবে না তোমাকে কাছে চাওয়ার ক্ষণ।


এলোমেলো ভাবনারা
খসড়া অথবা অপ্রকাশিত কবিতা হবে কাগজে চিঠিতে চিরকুটে ...
শুধু তোমাকে ভেবে লেখা একটা কবিতাও পূর্ণতা পাবে না কোনোদিন।


বিদিত বেদনারা
বিদ্রুপের পাণ্ডুলিপি হবে ব্যাখ্যা-শোধন-পর্যালোচনার আসরে ...
যদিও আমাদের প্রেমকাহিনী হবে না মলাটবন্দী কোনো উপন্যাসে।


অপ্রতিম স্বপ্নরা
স্লিপিং পিলের বিবশ আক্ষেপ হবে খাপছাড়া ঘুমের অবসাদে ...
তবু তোমাকে দেখা স্বপ্নের নিদ্রাবিলাস ভাঙবে না কোনো অভিশাপে।


কায়িক প্রতীক্ষারা
লোভ জমিয়ে প্রান্তিক পরিণতি খুঁজবে দেহাবসানের বিষম নিশ্বাসে  ...
আর তোমাকে আমার করার অপেক্ষা শেষ হবে না সমাপনেও।


তোমার ইচ্ছেরা
অব্যক্ত ক্ষোভে লুকোনো থাকবে তোমার সামাজিক নারীত্বে ...
শুধু আমার কল্পনার বাসরে তাদের শরীরে থাকবে না কোনো আবরণ।


আমার কামনারা
শ্লীলতার মোড়কে শান্ত থাকবে জীবন নাটকের আড়ম্বরে ...
কিন্তু দৃষ্টির মাতাল উষ্ণতায় তোমার মনের সতীত্ব হরণ করবে নিরবধি।