হ্যাঁ ও না-এর ফাঁদে,
বুকের গহীনে অযুত প্রশ্ন
মনকে আঁকড়ে কাঁদে।


প্রশ্নরা নির্দোষ,
উত্তরগুলো হয়েছে যে অরি
ভুলে গেছে পরিতোষ।


মনের বাগানে ভুল,
হ্যাঁ-এর আগাছা না-এর কাঁটায়
পরবাসে সব ফুল।


রীতি ও নীতির ভারে,
বিরহ হয়েছে ঘরকুণো, আর
সুখ গেলো অভিসারে।


অনতি প্রাপ্তি হাসে,
বিনা মেঘে পাওয়া বর্ষণে ভেসে
অনাহূত পীড়া আসে।


হ্যাঁ-বিলাসের সুখ,
অব্যক্ত সব না-এর সাথে
জাগে হয়ে উন্মুখ।


না-চটকের খেদ,
পাওয়া না পাওয়ার আক্ষেপে মাখে
কূটাভাসী ভেদাভেদ।


ঘুমায় না যে তারা,
মনের ওলট পালট খেলায়
নিত্য তন্দ্রাহারা।


আমিও ফিরি না পাশ,
খোলা চোখে খুঁজি উত্তর, মনে
নির্ঘুম ঋজু ত্রাস।


এমনই চলছে রোজ,
হ্যাঁ-না আজ সাদাকালো নেই
করছে রঙের খোঁজ।


রঙীন তাদের দ্রবণ,
গ্রে-স্কেল সুখে আসক্তি নেই
ছল বর্ণেই জীবন।


বেঁচে আছি, এভাবেই,
গোছানো জীবনে অগোছালো মনে
কোনো অভিযোগ নেই।