একদিন আমি শুধু হবো আমি,
হাঁটবো প্রিয় ভুলের অরণ্যে ...


তোমায় দিয়েছি যা কিছু ঠিক
খুলেই দিয়েছি তোমার চারিদিক,
নিয়েছি শুধু বন্ধকী অভিলাষ
হয়তো বা হবো নিঃস্ব ... বারোমাস,
হবো না হয় দোষী একবারই
আমি হওয়ার জন্যে।


কখনও প্রেয়সী ছিলেম, ছিলেম
বেহুলা তোমার জন্যে ...


অকুণ্ঠ হয়ে বুকভরা প্রেমে
রমণী ছিলেম পরিণীতা ফ্রেমে,
দিবানিশি শত স্তিমিত প্রহরে
চাপা কান্নার বিবাগী নহরে,
আপন ভুলেছি, তোমাকে চেয়েছি
অযাচিত জনারণ্যে।


এরপর জায়াভারে ক্ষণ, দিবস-রজনী
বছর, দশক, কাল ...


সেই তুমি, আর তোমাদের ঘিরে
নারীত্ব ভোলা বিদ্রূপ ওড়ে,
দোষহীন কাম, নির্লোভ সার
সবই ঘরে, শুধু আমি নিরাধার,
আমি নেই, শুধু সংস্রব থাকে
অবিচল, সুবিশাল।


অতঃপর সব নিশ্চুপ, তুমি হৃতমান,
রাগ-অনুরাগে শম ...


অপারগে হৃত অভিমানী শ্লোক
অবিদিত ... বা নীমিলিত হোক,
সংসারী দেনা ভূষণে বিলীন
দয়িতা তোমার দুল-হারহীন,
যে রূপে তোমার কামরস, তাতে
নেই কিছু অনুপম ?


একদিন আমি অনুপম হবো,
কাছে থেকে হবো দূর ...


আদিরসে লেখা প্রথার প্রলেপ
অবাধ্য পাপে হবে নিক্ষেপ,
শতাব্দীভরা ঋজু অভিযোগ
সামাজিক ভুলে আজ দূরারোগ,
আজীবন চোরা আমিত্বে তাই
ফেলে দেবো বালা চূড়।