কেতন শেখ - জন্ম ২৮শে জুলাই, ঢাকায়। শৈশব ও স্কুলজীবন কেটেছে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ভূমিকায়। একই বয়স থেকে লেখালেখির শুরু --- প্রথমে গান ও কবিতা, এরপর ছোটগল্প, উপন্যাস, নাটক।
পেশায় অর্থনীতিবিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং বর্তমানে লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিন্স্টারে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষায় ও অর্থনীতির গবেষণায় শ্রেষ্ঠত্যের জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশীপে ও ওয়ার্ল্ড বিজনেস ইন্সটিটিউট ফেলোশীপে। কর-নীতি এবং কৃষি ও উন্নয়ন অর্থনীতির উপর লেখা তাঁর বেশ কয়েকটি গবেষণানির্ভর প্রবন্ধ প্রকাশ হয়েছে বিশ্বমানের একাডেমিক জার্নালে।
সাহিত্যে বিচরণ দীর্ঘদিনের। কবিতা, ছোটগল্প ও উপন্যাস লেখেন। জাগৃতি প্রকাশনীর সাথে পাঁচটি উপন্যাস – "কাজল" (২০১৩), "নীল গাড়ি ও সাদা স্বপ্ন" (২০১৪), "এক-দুই-আড়াই" (২০১৪), "অধরা অনুরাগ" (২০১৫) ও "অভিসরণ" (২০১৫) - প্রকাশ করেছেন অমর একুশে গ্রন্হমেলায়। একই প্রকাশনীর থেকে প্রকাশ পেয়েছে তাঁর কাব্যগ্রন্হ "চতুষ্পথ" (২০১৫), ভালোবাসার কাব্য সংকলন "দীপান্জলি" (২০১৬), গল্পগ্রন্হ "অন্তঃস্রোত" (২০১৫) ও গল্পগ্রন্হ "নিরাকার" (২০১৬)। বর্ষাদুপুর প্রকাশনী থেকে প্রকাশ করেছেন উপন্যাস "রাধিকা" (২০১৬), শিশুতোষ গল্পগ্রন্হ "ঈশানের ভাবনা" (২০১৬), ও রহস্য গল্প সংকলন "বারো ভৌতিক" (২০১৬)। কুঁড়েঘর প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তাঁর কাব্যগ্রন্হ "চতুষ্টয়" (২০১৬)।
এর বাইরে যুক্তরাজ্যের প্রবাস জীবনে সাংস্কৃতিক সংগঠক, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে সমাদৃত হয়েছেন। পরিচালকের ভূমিকায় নিজের লেখা নাটক ‘আয়না’ ও ‘বিশাখা সরোবর’ সফলভাবে মন্চস্হ করেছেন। সঙ্গীত তাঁর আরেকটি প্রিয় শখ ও আশ্রয়। ব্যক্তিগত স্টুডিও এপসিলনে সুর সৃষ্টি করেন ও অডিও প্রোডাকশনের কাজ করেন। আয়মান মিডিয়া রেকর্ড লেবেলে তার গান (কেতন শেখ) ও আবৃত্তি সংকলন (কাব্যরথ) আই টিউনস, গুগল প্লে, এ্যামাজন, স্পটিফাই ও অন্যান্য ৩৪টি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ পেয়েছে ২০১৩-এ।
ব্যক্তিজীবনে সদালাপী ও আড্ডাপরায়ণ। স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে থাকেন ইংল্যান্ডের এইল্সবারীতে।
কত গুনী কবি !
মুগ্ধ , আপ্লুত ! অনেক শুভেচ্ছা রইল আগামীদিনের।
পরিচয় পেয়ে ভয় হয় পাছে বন্ধু হারাই!
আমার তো গুণ নাই তবে মিছে কেন সময় ছিনাই?
তবে মিল আছে ছন্দে, পছন্দে
মিল আছে জীবনের ভালো, মন্দে
আশ্রয় আছে গান, চলো একই সুরে গাই গান
আমাদের আলাদা ছাদের আকাশটা নীল টানটান।
আপনার কবি, ঔপন্যাসিক, প্রবন্ধিক, ছোট গল্পকার , সুরকার, সঙ্গীত পরিচালক, ইত্যাদি বহুমূখী প্রতিভার কথা জেনে খুব খুব খুব খুশি হলাম, যেভাবে আপনাকে আমার লেখাতে প্রতি দিন পেয়ে খুশি হই। তবে আপনার সুরকার ও সঙ্গীত পরিচালক এর কথা জেনে ভীষণ আপ্লুত হলাম, কারন আমিও গানকে ভীষণ ভালোবাসি। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন পাশে থাকবেন নিরন্তর ...
♣বহুমূখী প্রতিভা !
আপনার সম্পর্কে জানতে পেরে ভাল লাগল।
আপনার জন্য শুভ কামনা রেখে গেলাম.....
ভালো থাকবেন সবসময়♥
আপনার সম্পর্কে জানতে পেরে অনেক ভাল লাগল। শুভেচ্চ্ছা জানালাম । ফেসবুকে এই নামে খুজলে কী আপনাকে পাওয়া যাবে?
কেতন দা
প্রশ্ন করার মত কিছু নেই শুধু দোয়া করি সেখানে আছেন, ঈশ্বর অনেক ভাল রাখক----
এমন বহুমূখী একজন প্রতিভাধর কবি, ঔপন্যাসিক, সুরকার, সঙ্গীত পরিচালক, অর্থনীতিবিদ ও দার্শনিক (আমার ধারনা) ব্যক্তির সাথে কলম-সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গর্বিতও বোধ করছি। তবে আপনার প্রতিভা আর সুশীলতা অতি সহজেই আপনার কবিতায় ও মন্তব্যে ধরা পড়ে। ঢাকার কোন সকুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, জানতে পারলে খুশী হ'তাম। আপনি একজন সুরকার, এটা জেনে খুব ইচ্ছে হচ্ছে অনুরোধ করার, যদি কখনো আমার কোন কবিতায় আপনার সুরের একটু ছোঁয়া দিতে চান, বাধিত হবো। আমার কিছু ইংরেজী কবিতাও আছে, চাইলে সেগুলোও আলাদাভাবে পাঠাতে পারি।
স্ব
০৯/০৫/২০১৪
এত বড় এক্জন মানুষ, আমার মতো আনকোড়া ছেলের কবিতাতে মন্তব্য করে?? আপনার মহানুভবতা বটে, আর গর্বিতও বোধ করছি
......... কবি স্ব য়ের মত আমিও বিস্মিত কেতন ভাই!!!!
বাহঃ খুব বিচিত্র বহুমুখী প্রতিভার মানুষ । অনেক কিছু শেখার আশা রইলো ।
এত বড় এক্জন মানুষ, আমার মতো আনকোড়া ছেলের কবিতাতে মন্তব্য করে?? আপনার মহানুভবতা বটে, আর গর্বিতও বোধ করছি
জেনে ভাল লাগল।
ওরে বাবা!!!এই না হল পরিচয়।কত গুণ আপনার।একই সাথে কবি,ঔপন্যাসিক সুরকার,সঙ্গীত পরিচালক!!!!!আরওতো কত গুণ আপনার আছেই।ধন্যবাদ আপনার পরিচিতি দেবার জন্য।