আপোষ করেই কাটলো সময়
সময় আপোষ করলো না,
তার নিয়মে ঠিকই ফুরালো
কোনো অনুরোধ শুনলো না।


মীমাংসাতেই হলো মিলমিশ
মনটা আপোষ করলো না,
একা একাই কাঁদলো শুধু
কোনো সান্ত্বনা মানলো না।


বোঝাপড়াতেই সংসার, তবু
সংসার আপোষ করলো না,
চুক্তি-পোষণ-সম্মতি দিলো
কোনো সুখস্মৃতি রাখলো না।


সমঝোতাতেই শান্ত হৃদয়
হৃদয় আপোষ করলো না,
যাকে তার প্রিয় তাকেই চাইলো
কোনো অনুতাপে ভরলো না।


তুষ্টিসাধনে চলবে জীবন
জীবন আপোষ করবে না,
অন্তকালের খেদের জমাট
কোনো হাহাকারে গলবে না।