রুধির
তুমি শীতল কেন থাকো ?
ক্রোধে দগ্ধ শৌর্যকে কেন
শরীরে আটকে রাখো ?


রুধির
তুমি হওনা কেন গরম ?
আর কতো লাশ ভাসলে
দেবে জীবনবেদের শরম ?


রুধির
কেন আঘাত দাও না মগজে ?
বিপ্লবী ডাক বাতাসে, কেন
প্রেমের কবিতা কাগজে ?


রুধির
তুমি অশ্রুতে কবে মিশবে ?
শরীরকে তো চালাও, বলো
আত্মাকে কবে পিষবে ?


রুধির
তুমি এখনও কেন ক্রীতদাস ?
ব্যাভিচার-পারা কোথায় উঠলে
গড়বে নতুন ইতিহাস ?