অখ্যাত করে রাখো
খ্যাতির শিখর চাই না,
খ্যাতির যজ্ঞে সবাই প্রভু
ভৃত্য তো খুঁজে পাই না।


দর্শক করে রাখো
মঞ্চের সুখ চাই না,
রঙ্গমঞ্চে সবাই নায়ক
প্রেক্ষকই তো পাই না।


মূর্খ করে রাখো
জ্ঞানের ভার যে চাই না,
বিশেষজ্ঞের কচাল মালায়
কোনো সমাধানই পাই না।


নিঃস্ব করে রাখো
কাঁচন-ঋদ্ধি চাই না,
বিত্তবানরা লুটেরা, তাদের
চিত্তের খোঁজ পাই না।


জনতা কাতারে রাখো
নেতৃত্বের জোর চাই না,
জনতা শেকড়েই উমেদ আস্হা
নেতায় ভরসা পাই না।

মানুষ করে রাখো
দেবতার বর চাই না,
আত্ম-প্রচারে দেবতা সবাই
মানুষই তো খুঁজে পাই না।