আকাশের কোণে রজত-সুন্দর চাঁদ
ভরা যৌবনের পূর্ণিমায়
আমাকে নিঃস্ব করে দেয়,


অথচ কেউ জানে না ...
আমার এমন ভালোবাসা না পেলে
চাঁদটা নিজেই নিঃস্ব হয়ে যেতো।


দশমী অব্দি জোছনা ধার দিয়ে
একাদশীতে সোহাগের কাঙাল হয়ে
কৃষ্ণপক্ষের দোহাই দেয়,


অথচ কেউ জানে না ...
আমার প্রেমের অতীন্দ্রি সুখ না পেলে
চাঁদটার মাঘী প্রত্যাশা নিরন্তর অমাবশ্যায় হারিয়ে যেতো।


তমসার অবগুণ্ঠনে আমাকে আড়াল করে
জানালায় অনিমেষ চেয়ে থাকা তুমি
সেই চাঁদকেই দেখো রোজ,


অথচ কেউ জানে না ...
আমার অনুরাগের পূর্ণেন্দু স্পর্শ না পেলে
চাঁদটার সাথে তোমার আকাশের ছাড়াছাড়ি হয়ে যেতো।