অয়ন গগন অর্ণব দেখে
অতিথি হয়ে এলে তুমি এই হৃদয়ে,
সিন্ধু পবন অরণ্য জানে
হৃদয় তোমায় করলো বরণ নিঃসংশয়ে।


অয়ন গগন অর্ণব জানে
তোমার জন্য এই অনুরাগ নিরবধি,
সিন্ধু পবন অরণ্য ভাবে
এই অভিসার কেন যে গোপন অদ্যাবধি।


অয়ন গগন অর্ণব ভাবে
তুমি আমি মিশবো কবে লৌকিকতায়,
সিন্ধু পবন অরণ্য বলে
নিত্য হারাও প্রিতম নিগূঢ়় মায়াময়তায়।


অয়ন গগন অর্ণব বলে
লোকলজ্জার আবরণ ভাঙো ভালোবেসে,
সিন্ধু পবন অরণ্য দেখে
দৃষ্টিযুগল এক হয়েছে নির্নিমেষে।