সেদিনের তপ্ত আলো-বাতাস দেহযষ্টিকে সেঁকলেও
অধর তার নির্জল হয়নি,
অনাদ্র দুই চোখের দৃষ্টি হয়নি ক্লান্ত,
স্বজ্ঞা ছিলো জাগরুক
হৃদয়ে তেজ ছিলো তার গুমোট।


আলো-বাতাসের কুমন্ত্রণার পরাজয় অনিবার্য ছিলো।
অন্তর আর বাহিরের নিদাঘ-যুদ্ধে
সালিশি করতে গিয়ে শরীরটারই যা ক্ষতি ...
মন তো জিতবেই।


নারীর মনকে হারাবে
এমন শক্তি বিধাতা প্রকৃতিকেও দেননি।