মারবেই যদি, মারো
প্রকাশ্যে, অসঙ্কোচে, আওয়াজ দিয়ে,
না-রেখে-ঢেকে মারো।


পরাক্রমশালী দখলদারের অবয়বে
লন্ডভন্ড করো আমার মধ্যবিত্তের ঘর,
ভীমনাদের কর্কশ স্তননে গর্জে বলো ...
মরবি না কেন্, মর !


বিস্ফোরণের উদ্দণ্ড ধামাকায়
ছিন্নভিন্ন করো আমার নাগরিক গুমর,
সাইরেনের নিনো নিনো-তে কান ফাটিয়ে বলো ...
মরবি না কেন্, মর !


হাতে খালি রিভলভার দিয়ে
ঝুটা এনকাউন্টারে করো পলায়নপর,
এরপর খোলা প্রান্তরে গুলি করে বলো ...
মরবি না কেন্, মর !


ঘটনা রটনার আদালত সাজিয়ে
লাথি দিয়ে ভেঙে ফেলো ন্যায়বিচারের কোমর,
বিহিত ইস্তাহার আর বিবৃতিতেই বলো ...
মরবি না কেন্, মর !


কলাপসিবল গেইটে তালা আটকে
আমাকে অগ্নিদগ্ধ করে বানাও জবর খবর,
এরপর আমার দেহভস্মকে হিসহিসিয়ে বলো ...
মরবি না কেন্, মর !


স্বাভাবিক মৃত্যুর এজেন্টের বেশ কেন ধরো ?
মারবেই যদি, স্বাভাবিকতা ছাড়ো।


কোন স্বাভাবিকতার জীবন আমার ?
কোন স্বাভাবিকতার ক্ষমতা তোমার ?
খুব সাধারণ এসব প্রশ্নের
স্বাভাবিক কোনো উত্তর কি দিতে পারো ?