জীবন
যেহেতু সসীম,
তবে আলগোছে কেন
তুমি লালন করছো ভয় ?
সীমানার রেখা আঁকা আছে,
এই পথচলা তাই
হবে কেন
অক্ষয় ?


পরিণাম
যদি নিশ্চিত,
তবে কি ফারাক
কবে কখন, আর কিভাবে ?
এক বিলোপের তরে ভয়
থেকে পার্থিব সন্চয়
করে, কি
হবে ?


মরণ
যদি আসবেই,
তবে অনুভূতি জুড়ে
সব কিছু কেন মরবিড ?
পুঁরজনে যতো জমা খেদ
হবে মমি, আর
জীবন, হবে
পিরামিড।