যাবে কি
সেই অজানায় ?


চাতক যেখানে তৃপ্ত, আর
ডাহুক সুরেলা গান গায় ...


শুভ্র যেখানে যামিনীর রঙ
চির অম্লান জোছনায় ...


হৃদয় যেখানে অরুণ বর্ণ
মমতা মগ্ন কামনায় ...


আর্দ্র যেখানে মনন, আর
চিত্ত বুদ্ধ চেতনায় ...


দৃষ্টি যেখানে শুদ্ধ শাণিত
মানস সজাগ প্রেরণায় ...


আত্মা যেখানে স্মিত সত্ত্ব  
জীবন মরণ মোহনায় ...  


এলোমেলো কোনো ভাবনায়,
খেয়ালী কোনো বাসনায়,
অনাগত যতো হাসি কান্নার
ব্যকরণহীন কবিতায় ...


বলো যাবে কি
সেই অজানায় ...