নৈয়মিক কোনো দিনের শেষে,
সে যখন চোখের জলে স্বপ্ন ধুয়ে ক্লান্তিকে দিয়ে ছুটি ...
জানালা দিয়ে তাকিয়ে দেখে আকাশ,


শ্রান্ত শূন্য হৃদয়ে তার,
হারানো ইচ্ছে, নিলীন এষণ, কিশোরী মনে ভর করা যতো
নিরুদ্দিষ্ট খেয়ালগুলোর সুবাস।


আপোষের কোনো রতির শেষে,
দৈবলব্ধ দয়িত যখন শরীর নামক যণ্ত্রসুধার লেহন করে
নিদ্রামগ্ন পাশে,


গ্লানিমাখা নারীত্বে তার,
প্রথম প্রেমের আলতো ছোঁয়ার শিহরণ-সুধা,
একা একাই আসে।


নির্জিত সে জীবন লড়াইয়ে,
তবু নিয়ত চলছে আপন ভূবনে নিজের সাথেই
যুদ্ধটা সারাক্ষণ,


বকেয়া সুখেরা পরবাসী আজ,
কায়া গুণ্ঠনে দুঃখের ভাঁজ নিত্য আনে রূপান্তর,
শুধু বদলায়নি মন।