এখন একটাই ঠিকানা আমার
তোমার মাটির নীচে,
বাকি সবকিছু থাক বা না থাক
তাকাবো না আমি পিছে।


তোমার বাতাসে শেষ নিঃশ্বাস
বুক ভরে নিতে চাই,
তোমার পানিতে শেষ স্নান
যেন সেই সুখটুকু পাই।


মর্তধামের মায়া ত্যাগে
একটি বারের জন্য,
বৃষ্টি তোমার ভেজাক আমায়
করুক হৃদয় পূর্ণ।


তোমার রোদে শেষবার হোক
আমার পাপের শোধন,
দুই চোখ জুড়ে শেষ দৃশ্য
হোক না তোমার গগন।


ছোট্ট শিশুর মনের মতো
মনটাকে করে দিও,
পার্থিবতা ভুলিয়ে আমায়
তোমার কোলেতে নিও।


বিশ্বজয়ের কর্ম না হয়
থাকুক অসম্পন্ন,
মা-গো আমায় ঘুম পাড়িয়ে
মরণকে কোরো ধন্য।