আরে পাগল ...
কেন ঘুমাতে চাস ?


কোন অভাগা ঘুমায় ধরায় ?
সব নরাধম বাঁচার আশায়
চক্ষু টেনে রাখছে ধরে,
ইহলোকের লিপ্সা চড়ে
স্বপ্নমোড়া মন-গলিটার
করছে সর্বনাশ।


আরে পাগল ...
কেন ঘুমাতে চাস ?


ক্ষুদ্র আয়ুর এই জীবনে
বিজ্ঞরা সব আহরণে
করছে যে ব্যয় বুদ্ধি সময়
নিত্য ভাবনা কখন কি হয় ...
তুই বেমালুম হয়ে রে বল
জীবনে কি পাস ?


আরে পাগল ...
কেন ঘুমাতে চাস ?


তুই ঘুমালে শান্তিটা তোর
স্বপ্নটা তোর ঘুমের দোসর,
কার কি আসবে কার কি যাবে ?
কোন জিডিপি বৃদ্ধি পাবে ?
কে-ই বা পাবে শান্তিভরা
সুখের বারোমাস ?


ঘুম নেই রে তোর কপালে
তাকিয়ে দেখ সবার গালে
না ঘুমিয়ে দাগ বসেছে
ভাঁজ পড়েছে খাঁজ কেটেছে ...


তুই কি না সেই দৃশ্য দেখে
নিদ্রাবিলাস চাস ?
জানলে সবাই মার লাগিয়ে
মেটাবে তোর আশ।