এক ... বা দুই ঘন্টা
খুব গভীরের কবি মনটা
নিয়ম থেকে নিয়ে বিশ্রাম
গোপনে খোলে হৃদয়ের খাম।


খামের ভেতর যত্নে রাখা
নাম না জানা আবেগ মাখা
ভাবনা-স্বপ্ন-শব্দ-ছন্দ
পরবাসী যতো সুখ আনন্দ।


হোক না খেয়াল হোক চিন্তন
অথবা নিছক ঝোঁক,
তবু কবির এই রেহাইটুকু
বরণ করা হোক।


একা ... অথবা সঙ্গী কারো
সামাজিকতার বাঁধন আরো
নিত্য তাকে পুতুল নাচায়
পার্থিবতার বদ্ধ খাঁচায়।


অবচেতন মননটাকে
আঁকড়ে ধরে কাব্য আঁকে
দিন বদলের আশা যে নেই
তবুও বাঁচে স্বপ্ন নিয়েই।


হয় তো হবে না কবির দেখা
সেই সে স্বপ্নলোক,
তবু কবির এই কাব্যবিলাস
বরণ করা হোক।