না ... কেউ চায় না তোমাকে,
কেউ আর মানবে না তোমার এই নীপিড়ন।


জুগুপ্সা আর নিগ্রহের এই উপাখ্যানে
ছাই ঢালবে সবাই,
অপলাপ আর প্রত্যাখ্যানের এই গ্রহদশায়
জ্বালবে পাবক,
সাজানো দৃশ্যকাব্যের এই পুঁথিকে
বাজেয়াপ্ত ঘোষণা করবে ক্ষমতাহীন এক পিঁপড়ের দল।


নিতম্ব ঢাকলে নাভি বের হয়
তবু পাল্টাও না বসন ...
বেলাজ তুমি,
শরমের মাথা খেয়েছো অনেক আগেই।


তুমি যাকে খামচে ছিঁড়ে বিবস্ত্র করে
চোখ আর হাত দিয়ে চেটেছো ...
সে এখন ধারণ করে সভ্যতা বিবর্জিত গুহামানবীর হিংস্র শুদ্ধ আত্মা ...


সে এখন আর সহিষ্ণু মেকি কোনো মহানাগরিক না।


তার মাথায় হাত বুলিয়ে
বাণী দর্শনের মালা চড়িয়ে
তার কাছে কিছু চেয়ো না ...


থুথু ছাড়া
সে তোমাকে আর কিছুই দিতে চায় না।


মুড়ি তুমিই খাও ...


কারণ তোমার মাখানো মুড়ি
আর কেউ খাবে না।


আর না।