এখানে ...
আটকে আসে নিশ্বাস
নিত্য ভাঙে বিশ্বাস,
পরিবর্তন ধরা দেয় না
বৈচিত্রহীন বারোমাস।


এখানে ...
শঙ্কা ত্রাসের দিনরাত
অন্ধকারের সংঘাত,
আলো ছায়ার শ্যামলিমাকে
করছে সবাই উত্খাত।


এখানে ...
প্রত্যাশারা নিষ্প্রাণ
বিষাদের রাগে সব গান,
প্রতিহিংসার আগুনরা করে
চেতনাদেরকে অপমান।


এখানে ...
পাখিদের দল নির্বাক
বাতাসে পাতকী কু-ডাক,
শান্তি সুতান ভুলেছে শ্রবণ
ডাকছে শুধুই দাঁড়কাক।


এখানে ...
কবিতারা আজ নিষ্ফল
ভাবনা ধূসর দুর্বল,
নির্বাসনে মানবতা, শুধু
হাড়মাংসের চলাচল।