তার ধারণায় ভুল
সে হারাচ্ছে চুল,
ওর কথা আর কি-ই বা বলি
সদাই মারে গুল।


উনি মহা বদ
তাঁর মিসেস যে খান মদ,
দুজন মিলে পাড়ায় ছড়ান
দুনিয়ার আপদ।


ঐ ব্যাটা ঘুষখোর
ওর চোদ্দগুষ্টি চোর,
ও কি রাখবে বউকে খুশি
এক ফোটা নেই জোর।


এদের বুদ্ধি নেই
কথায় হারায় খেই,
তবু এরা গুণী বলে
নিজেকে নিজেই।


ঐ যে ভদ্রলোক
তার স্বভাবটা ছোঁক ছোঁক,
বউ লুকিয়ে আড়চোখে চায়
কেমন যে ডরপোক!


পাশের ফ্ল্যাটের তিনি
লুকান যে মালপানি,
মলিন মুখে রোজই বলেন
‘কি যে টানাটানি’!


উনি থাকেন দূরে
আসেন বৃহস্পতিবারে,
জানেন না তো শনি থেকে বুধ
বউ ঘরে কি করে!


ঐ ব্যাটা তো থাগ
ওর ছেলেটা খায় ড্রাগ,
মারছে রাজা উজির, আবার
বংশের দেমাগ!


উল্টোপাশের বাসায়
ফিল্মে নামার আশায়,
যুবতী মেয়েটা গড্ডালিকায়
রোজই যে গা ভাসায়।


শেষ বাড়িটায় যারা
ওদের চলন ছন্নছাড়া,
নৈশ ডিসকো পার্টি করে
নষ্ট করছে পাড়া।


তিনতলা যার বাড়ি
হোন্ডা সিভিক গাড়ি,
অসত কাজে কামাচ্ছে রোজ
টাকা কাড়ি কাড়ি।


সব্বাই যে খারাপ
সবার ভেতর পাপ,
তুমি আমি কত্তো ভালো
তাই তো এই আলাপ!