আমি তো একাই ছিলাম
আজও আমি একাই আছি,
মুখরিত আসরে থাকি
নিথরের কাছাকাছি।


দিবালোকে সবই আছে
কথা গান কান্না হাসি,
সব সাড়া ছাপিয়ে শুনি
মৌনতা সুরের বাঁশী।


বাঁধা থাকি হাজার কবজে
সংজ্ঞা বা সংজ্ঞাবিহীন,
সুদ কাটে জাগতিক ক্রিয়া
থেকে যায় অসাধিত ঋণ।


যামিনীর রঙের মাঝে
খুঁজে ফিরি আপন আড়াল,
কখনও আমিই অসিত
কভু আমি কালো বেড়াল।


নিদ্রাকে সাথে নিয়েই
মেলে রাখি মনের নয়ন,
একাতেই সুখ পরিলেখ
একা একা দুঃখ চয়ন।