ভেবেছো কখনও অম্বর কেন কাঁদে ?
কোন বিষাদের বেহাগ রাগে
কোন সে আর্তনাদে ?


সর্বগ্রাসী খরশান সেই সুর,
জোছনা আড়াল অনিল সুপ্ত
নিবৃত রোদ্দুর।


অনুভব করো সেই কান্নার চাপ ...
অশ্রুবারিতে প্রশমিত করে
বসুধার উত্তাপ।


সেই অনুযোগে পঙ্ক প্রলেপ রেখে,
অভিমানী মেঘ বিশ্রামে যায়
নিগূঢ় আর্তি মেখে।


এবার ভাবো তো ... বর্ষা কেন যে প্রেমময় ?
হৃদয় গভীরে যে কথা রূদ্ধ
বৃষ্টিতে কেন গান হয় ?


গগনের মতো মনটাও তো নিরাকার,
প্রেমসুধা আর অনুরাগ সব
আকাশ-অশ্রুর উপহার।