তমসা যখন সাজায় প্রহর
ঘুমায় যখন ভদ্র শহর
নষ্ট গলির কষ্ট প্রলেপ
নিলাম রতির জমা আক্ষেপ
বাষ্প হয়ে বুকেতে তার
প্রত্যহ দেয় সভ্যতা ভার।


মদ জুয়াখোর কামুক রোগী
সমাজ প্রভুর প্রসাদ ভোগী
নরগুলো আর ঘর খোঁজে না
তার বক্ষের ভার বোঝে না
দৃষ্টি তাদের বুকের ভাঁজে
কামলালসা বস্ত্র খাঁজে।


সন্ত সাধু নেই আঁধারে
ধর্ম নিয়ম জাল বাজারে
নিজেই পণ্য নিজ দোকানে
ন্যায্য বালাই নেই সেখানে
কেউ কষে দর কেউ বা দেয় না
কেউ সেসবের হিসাব নেয় না।


নাম নেই তার রাষ্ট্র খাতায়
নেই সে কোনো প্রেম কবিতায়
তার শুধু কাজ ভাড়ায় খাটা
সভ্যতা গদে কুলুপ আঁটা
সমাজ পীড়ার সে মালিকা
তিলোত্তমার সেই গণিকা।