ঘুম ভুলে যাও বন্ধু,
বিস্মৃত করো নিদ্রা সুখের বিলাস ...
গাত্রদাহের এই লু হাওয়ায়
নাগরিক মনে নেই প্রবোধের সুবাস।


সুশীলতা ছাড়ো বন্ধু,
দহন আর নেই বরদাস্তের মিটারে ...
ব্যাভিচার এখন মধ্যযুগীয়
সুবিচার তাই হবে না টেবিল চেয়ারে।


তর্ক এড়াও বন্ধু,
পরিহার করো মেকি হীনচেতা বিভাজন ...
পৃষ্ঠ ঠেকেছে নিরেট দেয়ালে
যুক্তি কচালে হবে না সমাজ বিশোধন।


অভিযোগ ভোলো বন্ধু,
স্বকীয় প্রাপ্তি দেবে না কোনোই অর্জন ...
প্রভেদ এখন বিষময়, তাই
কৃশ স্বার্থের লিপ্সাকে করো বর্জন।


মায়া ত্যাগ করো বন্ধু,
নিরাপদ নেই তোমার সাজানো সংসার ...
অনাচার এখন অভিশাপ, হবে
সংগ্রামী কোনো বলিদানে এর প্রতিকার।