পূর্ণ হৃদয়ে প্লাবন তবুও
ভালোবাসা আরো ধরে,
রিক্ত মনের আগল ভেঙে
শূন্যতা ঘর করে।


দীপ্ত মনে রঙধনু তবু
কান্না যে তার সাথী,
জীর্ণ হৃদয় অশ্রু নিয়েই
জ্বালায় আশার বাতি।


সিক্ত হৃদয় বহতা তবুও
প্রেম সীমানায় নদ্ধ,
শুকনো মনের সমীরণ জুড়ে
ভালোবাসা অনিরুদ্ধ।


উপহত মনে অভিমান তবু
নিগূঢ় যে তার বেদনা,
অগদ হৃদয় পুলক নিয়েই
করে বিষাদের যাচনা।


হৃদয় আদুরে ঘরকুনো তবু
প্রেম বিনিময়ে পণ্য,
মন অযত্নে ডোকরা বাউল
আপন আধারে ধন্য।