মেঘেরা আমায় ডাকলো যখন
রৌদ্র সুধার জন্য মরিয়া আমি,
রবির কিরণ তৃষ্ণা জুড়ে
বৃষ্টিস্নানের ভাবনাটা পাগলামী।


উর্বী যখন ডাকলো আমায়
নিমকি সুবাস আমার ইচ্ছে জুড়ে,
বীতরাগ এই মর্ত জীবন
মন পড়ে রয় সুনীল সমুদ্দুরে।


অয়ন ডাকলো আমায় যখন
গৃহী স্বপ্নে বিভোর তখন মনন,
পার্থিব সব ভাবনাগুলোয়
রইলো চাপা বৈরাগী সুখ চয়ন।


নাগরিক ডাক আসলো যখন
অন্তর ভরা ছন্দ আরণ্যক,
শিকল কড়ার বাঁধন ভারে
বন্য বিলাস ধৃত নিরর্থক।


তুমি আমায় ডাকলে যখন
সব দোটানা বিলীন নিরুদ্দেশ,
নাম না জানা বর করলো
খুব সহজেই অসময়ের শেষ।