মরুর বুকে
দুধের মতো হিমেল আলোয়
জেগে থাকে চাঁদ,
কাঁকড়াবিছা
বালির বুকে মুখ গুজে নেয়
বিষ দহনের স্বাদ।


ফণি-মনসা
দিন নিদাঘের জ্বলন ভুলে
জোছনাতে করে স্নান,
জাড় বায়বে
প্রদোষকালের তামসী যজ্ঞে
বালিয়াড়িদের গান।


আমার বুকে
শশীপ্রভার মতোই তুমি
শ্বেত অনুরাগ ঢালো,
মন আড়ালে
লালসা ভরা খেয়ালরা দেয়
কাঁকড়াবিছার কালো।


যখন আমার
কণ্টকিত ইচ্ছেরা পায়
তোমার প্রেমের ছোঁয়া,
আলোক সুরে
সন্জীবনের কূজন করে
মনের মরুর হাওয়া।