জীবন জুড়ে হরিষ খোঁজো
বিষাদ ভুলতে চাও,
সুখে আছি বলতে তবু
লজ্জা কেন পাও ?


দুঃখ গাথা গাইতে তোমার
হয় না কোনো দ্বিধা,
কষ্টবিহীন জীবন মানেই
নীরস! সাদাসিধা!


বিষাদ যদি অচ্ছুত হয়
অনুভূতির কুলে,
হরিষ-পূর্ণ মনে কেন
বিয়োগ দুঃখ দোলে ?


হরিষ তোমার স্বপ্ন খেয়াল
ঘুমায় শয্যা পাশে,
সুখ স্বপ্ন দেখলে তবে
কান্না কেন আসে ?


সুখ-প্লাবনের বিনিময়ে
নাও যে রতির সুধা,
হরিষ যদি শীর্ষ বোধে
অশেষ কেন ক্ষুধা ?


কোথায় তোমার ক্ষুধা যখন
বিষাদ ভোগের পালা,
এক ফোটাতেই ভাবছো কেন
জীবন মানেই জ্বালা ?


দিগ্বিজয়ের হরিষ সুখে
চোখের কোণে জল,
সর্বহারার খেদের হাসি
কোন বিষাদের ছল ?


জন্মে হাসো জাতক কাঁদে
বিদিত জীবন পটে,
তাও বোঝো না কান্না হাসির
নিবাস সন্নিকটে!


অন্তকালের লগ্ন বোধে
কোন আক্ষেপের হাসি,
মনের সুপ্ত কান্না কি কয়
বাঁচতে ভালোবাসি ?


বিষাদকে চাও অনেক দূরে
হরিষকে চাও কাছে,
তোমার চাওয়ার সবটা জুড়েই
কান্না হাসি আছে।


------------------------------------------------
বিঃ দ্রঃ
গতবছরের ২৮শে এপ্রিলে প্রতিলোম-রিমিক্স শিরোনামে একটি কবিতা প্রকাশ করেছিলাম। সেই প্রতিলোম ছিলো সত্য ও মিথ্যার। আজকে হঠাত সেই কবিতাটি পড়ে প্রতিলোম-রিলোডেড লিখতে ইচ্ছে হলো।