অরুণ বর্ণ ফুলদানীতে
তোমার সাজানো বারোটি গোলাপ এখন জীবনশূন্য ...
পাপড়িগুলো পিঙ্গল পোড়া কাগজের মতো
তুচ্ছ কোনো প্রত্যাশায় আলগোছে ঝুলে আছে।


বদ্ধ কামরায় সবকিছু শব্দহীন,
বিরহ-বেদনার মাতম নিথর ...


জীর্ণ ফ্রেমে কালসিটে দাগ পড়ে
তোমার প্রিয় লিপ্পো মেমির ফ্রেসকো রেপ্লিকা
নিঃশব্দে বিলাপ করে এখন।
মলিন দেয়ালে আটকে থাকা
অনুচর বেষ্টিত ভার্জিন ম্যারির করজোড় মিনতি
কেউ শোনে না।


কেউ শোনে না
গোলাপের ফসিলে মাখা
লোহিত থেকে পিঙ্গল বিবর্তনের কান্না।


ওদের শবদাহের জন্য
কেউ শোনে না শীতল মাটির আহবান।


তেমনই অশ্রুত আমার সব আকুতি ...
রুদ্ধ বিরহের,
নিন্দার্হ প্রেমের, আর
শতচ্ছিন্ন অভিমানের।