কেউ কোনো বাধা দিও না,
কেউ দিও না কসম ...
হতাশ চাহনি, ক্লিষ্ট ভ্রুকুটি,
সংসারের দোহাই,
প্রতর্ক্য অভিমত, অথবা
নিখরচা জ্ঞানের দেনা।  


চাই না কারও তাচ্ছিল্যের ঈষদ্ধাস্য,
আজন্ম খেদের বোঝা ...
উদাহৃত কথিকা, গতস্পৃহের প্রাপ্তিস্বপ্ন,
শান্তিসুখের অলীক প্রেরণা,
নিরাসক্তের দৃষ্টি, অথবা
আত্মঘাতের হুমকি।


তোমরা সবাই হতবাক হও,
অবিশ্বাসের শিহরণে নিজেকে সামলে
শুধু দেখো ...
আমি সব ফেলে তার কাছেই যাচ্ছি।


তোমাদের নাটকে তাকে নিয়েই ফিরবো।


তোমাদের সজ্জিত প্রতিক্রিয়াগুলো
জমিয়ে রাখো,


শেষ অংকের জন্য।