এখন আসতেই হবে তোমাকে ...


ছুঁয়ে দিতে হবে আমার অসার ওষ্ঠ
তোমার আর্দ্র অধর দিয়ে।


যৌবন ভূত মরু যুদ্ধের খররৌদ্রে,
বালিঝড়ের চূর্ণীভূত স্পর্শে,
উত্তাপ স্নানের দহন পীড়ায়
নির্জলতার পুরু আস্তরন এখন
আমার রসহীন মোহনায়।


তোমাকে আঁকতেই হবে চুম্বন
আমার অত্যুষ্ণ ললাটে।


যৌবন যুদ্ধে অব্যাহতি দিয়ে
জীবন সংগ্রামের জ্বরে তপ্ত কপাল কায়া ...
সাফল্য স্বাদ দেয়নি জলপট্টির হিম,
কোনো টোটকা সুখের হাতছানি দেয়নি
নিরতিশয় আঁচের মুক্তি।


তোমাকে দিতেই হবে অধর চিহ্ন
আমার ঊষর বুকে।


অপারগতার অবসাদ মাখা সায়াহ্ন এখন ...
অন্তকালের মায়াবী রজত সুধায়
অবগাহনের প্রতীক্ষায় কাটছে প্রহর।
তোমার ঠোঁটের জলো ছোঁয়ায়
অবারিত হবে রিক্ত বুক ...


ভরা পূর্ণিমায় আদরসিক্ত হবে
দুরাকাঙ্খ জীবনান্ত।