আমার সকল ভাবনা তাহার
তাহার সকল যাতনা আমার,
আমার যতো পরবাসী সুখ
দোসর হইলো আজিকে কাহার ?


কাহার লাগিয়া গগনভ্রষ্ট
জোছনা হইলো প্রত্যাকৃষ্ঠ,
অমেয় বিরহে কাহার লাগিয়া
রিক্ত কৃষ্ণ চন্দ্রপৃষ্ঠ ?


তাহারই আশায় প্রেরণা চয়ন
তাহার লাগিয়া শোভিত মনন,
তাহাতেই যদি নিরূপিত অসু
কাহার তরে সাধিত মরণ ?


নয়ন জুড়িয়া স্বপন তাহার
স্বপনই রৌদ্র স্বপনই নীহার,
তথাপি কাহার আশায় জাগিয়া
নিশান্ধ এই বাতুল বিহার ?


আমার সকল কামনা তাহার  
তাহার সকল বাসনা আমার,
আমার অমোঘ তাড়না সুখে
বাসর হইলো আজিকে কাহার ?